শূন্য প্রাণ কাঁদে সদা-- প্রাণেশ্বর,
                   দীনবন্ধু, দয়াসিন্ধু,
          প্রেমবিন্দু কাতরে করো দান ॥
          কোরো না, সখা, কোরো না
                   চিরনিষ্ফল এই জীবন।
          প্রভু, জনমে মরণে তুমি গতি,
                   চরণে দাও স্থান ॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর