তুমি হঠাৎ-হাওয়ায় ভেসে-আসা ধন– তাই হঠাৎ-পাওয়ায় চমকে ওঠে মন॥ গোপন পথে আপন-মনে বাহির হও যে কোন্ লগনে, হঠাৎ-গন্ধে মাতাও সমীরণ॥ নিত্য যেথায় আনাগোনা হয় না সেথায় চেনাশোনা, উড়িয়ে ধুলো আসছে কতই জন। কখন পথের বাহির থেকে হঠাৎ বাঁশি যায় যে ডেকে, পথহারাকে করে সচেতন॥<
তুমি হঠাৎ-হাওয়ায় ভেসে-আসা ধন
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: পূজা (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 210