সুন্দর বটে তব অঙ্গদখানি তারায় তারায় খচিত– স্বর্ণে রত্নে শোভন লোভন জানি, বর্ণে বর্ণে রচিত॥ খড়্গ তোমার আরো মনোহর লাগে বাঁকা বিদ্যুতে আঁকা সে গরুড়ের পাখা রক্ত রবির রাগে যেন গো অস্ত-আকাশে॥ জীবনশেষের শেষজাগরণসম ঝলসিছে মহাবেদনা– নিমেষে দহিয়া যাহা-কিছু আছে মম তীব্র ভীষণ চেতনা। সুন্দর বটে তব অঙ্গদখানি তারায় তারায় খচিত– খড়্গ তোমার, হে দেব বজ্রপাণি, চরম শোভায় রচিত॥<
সুন্দর বটে তব অঙ্গদখানি তারায় তারায় খচিত
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: পূজা (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 558