সবাই যারে সব দিতেছে তার কাছে সব দিয়ে ফেলি।
    কবার আগে চাবার আগে আপনি আমায় দেব মেলি।
নেবার বেলা হলেম ঋণী,            ভিড় করেছি, ভয় করি নি--
    এখনো ভয় করব না রে, দেবার খেলা এবার খেলি।
    প্রভাত তারি সোনা নিয়ে বেরিয়ে পড়ে নেচে-কুঁদে।
    সন্ধ্যা তারে প্রণাম করে সব সোনা তার দেয় রে শুধে।
ফোটা ফুলের আনন্দ রে                ঝরা ফুলেই ফলে ধরে--
  আপনাকে, ভাই, ফুরিয়ে-দেওয়া চুকিয়ে দে তুই বেলাবেলি॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর