তোমার  সুরের ধারা ঝরে যেথায় তারি পারে
দেবে কি গো বাসা আমায় একটি ধারে?।
 আমি  শুনব ধ্বনি কানে,
 আমি  ভরব ধ্বনি প্রানে,
 সেই ধ্বনিতে চিত্তবীণায় তার বাঁধিব বারে বারে॥
আমার  নীরব বেলা সেই তোমারি সুরে সুরে
 ফুলের ভিতর মধুর মতো উঠবে পুরে।
 আমার  দিন ফুরাবে যবে,
 যখন  রাত্রি আঁধার হবে,
 হৃদয়ে মোর গানের তারা উঠবে ফুটে সারে সারে॥

<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর