হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মতো নাচে রে। শত বরনের ভাব-উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ, আকুল পরান আকাশে চাহিয়া উল্লাসে কারে যাচে রে॥ ওগো, নির্জনে বকুলশাখায় দোলায় কে আজি দুলিছে, দোদুল দুলিছে॥ ঝরকে ঝরকে ঝরিছে বকুল, আঁচল আকাশে হতেছে আকুল, উড়িয়া অলক ঢাকিছে পলক-- কবরী খসিয়া খুলিছে। ঝরে ঘনধারা নবপল্লবে, কাঁপিছে কানন ঝিল্লির রবে-- তীর ছাপি নদী কলকল্লোলে এল পল্লির কাছে রে॥<
হৃদয় আমার নাচে রে আজিকে ময়ূরের মতো নাচে রে
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: প্রকৃতি (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 300