সে দিন আমায় বলেছিলে আমার সময় হয় নাই-- ফিরে ফিরে চলে গেলে তাই॥ তখনো খেলার বেলা-- বনে মল্লিকার মেলা, পল্লবে পল্লবে বায়ু উতলা সদাই॥ আজি এল হেমন্তের দিন কুহেলীবিলীন, ভূষণবিহীন। বেলা আর নাই বাকি, সময় হয়েছে নাকি-- দিনশেষে দ্বারে বসে পথপানে চাই।<
সে দিন আমায় বলেছিলে আমার সময় হয় নাই
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: প্রকৃতি (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 228