শরৎ, তোমার অরুণ আলোর অঞ্জলি। ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি॥ শরৎ, তোমার শিশির-ধোওয়া কুন্তলে বনের-পথে-লুটিয়ে-পড়া অঞ্চলে আজ প্রভাতের হৃদয় ওঠে চঞ্চলি॥ মানিক-গাঁথা ওই-যে তোমার কঙ্কণে ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে। কুঞ্জছায়া গুঞ্জরণের সঙ্গীতে ওড়না ওড়ায় একি নাচের ভঙ্গীতে, শিউলিবনের বুক যে ওঠে আন্দোলি॥<
শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: প্রকৃতি (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 179