শিউলি ফুল,   শিউলি ফুল,   কেমন ভুল,   এমন ভুল॥
     রাতের বায়   কোন্‌ মায়ায়   আনিল হায়   বনছায়ায়,
          ভোরবেলায়   বারে বারেই   ফিরিবারে   হলি ব্যাকুল॥
              কেন রে তুই উন্মনা!   নয়নে তোর হিমকণা।
কোন্‌ ভাষায়   চাস বিদায়,   গন্ধ তোর   কী জানায়--
     সঙ্গে হায়   পলে পলেই   দলে দলে   যায় বকুল॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর