চিত্ত আমার হারালো আজ মেঘের মাঝখানে--
কোথায় ছুটে চলেছে সে কোথায় কে জানে॥
   বিজুলি তার বীণার তারে   আঘাত করে বারে বারে,
   বুকের মাঝে বজ্র বাজে কী মহাতানে॥
পুঞ্জ পুঞ্জ ভারে ভারে   নিবিড় নীল অন্ধকারে
জড়ালো রে অঙ্গ আমার, ছড়ালো প্রাণে।
   পাগল হাওয়া নৃত্যে মাতি   হল আমার সাথের সাথি--
   অট্ট হাসে ধায় কোথা সে, বারণ না মানে॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর