ওরে আয় রে তবে, মাত্ রে সবে আনন্দে আজ নবীন প্রাণের বসন্তে॥ পিছন-পানের বাঁধন হতে চল্ ছুটে আজ বন্যাস্রোতে, আপনাকে আজ দখিন হাওয়ায় ছড়িয়ে দে রে দিগন্তে॥ বাঁধন যত ছিন্ন করো আনন্দে আজ নবীন প্রাণের বসন্তে। অকূল প্রাণের সাগর-তীরে ভয় কী রে তোর ক্ষয়-ক্ষতিরে। যা আছে রে সব নিয়ে তোর ঝাঁপ দিয়ে পড়্ অনন্তে॥<
ওরে আয় রে তবে মাত্ রে সবে আনন্দে
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: প্রকৃতি (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 174