ওগো তুমি পঞ্চদশী, তুমি পৌঁছিলে পূর্ণিমাতে। মৃদুস্মিত স্বপ্নের আভাস তব বিহ্বল রাতে॥ ক্বচিৎ জাগরিত বিহঙ্গকাকলী তব নবযৌবনে উঠিছে আকুলি ক্ষণে ক্ষণে। প্রথম আষাঢ়ের কেতকীসৌরভ তব নিদ্রাতে॥ যেন অরণ্যমর্মর গুঞ্জরি উঠে তব বক্ষ থরথর। অকারণ বেদনার ছায়া ঘনায় মনের দিগন্তে, ছলোছলো জল এনে দেয় তব নয়নপাতে॥<
ওগো তুমি পঞ্চদশী
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: প্রকৃতি (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 212