এই কথাটাই ছিলেম ভুলে-- মিলব আবার সবার সাথে ফাল্গুনের এই ফুলে ফুলে॥ অশোক বনে আমার হিয়া ওগো নূতন পাতায় উঠবে জিয়া, বুকের মাতন টুটবে বাঁধন যৌবনেরই কূলে কূলে ফাল্গুনের এই ফুলে ফুলে॥ বাঁশিতে গান উঠবে পূরে নবীন-রবির-বাণী-ভরা আকাশবীণার সোনার সুরে। আমার মনের সকল কোণে ওগো ভরবে গগন আলোক-ধনে, কান্নাহাসির বন্যারই নীর উঠবে আবার দুলে দুলে ফাল্গুনের এই ফুলে ফুলে॥<
এই কথাটাই ছিলেম ভুলে
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: প্রকৃতি (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 168