আবার   শ্রাবণ হয়ে এলে ফিরে,
          মেঘ-আঁচলে নিলে ঘিরে॥
সূর্য হারায়, হারায় তারা   আঁধারে পথ হয়-যে হারা,
          ঢেউ দিয়েছে নদীর নীরে॥
সকল আকাশ, সকল ধরা   বর্ষণেরই-বাণী-ভরা।
ঝরো ঝরো ধারায় মাতি   বাজে আমার আঁধার রাতি,
          বাজে আমার শিরে শিরে॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর