আজি কমলমুকুলদল খুলিল, দুলিল রে দুলিল-- মানসসরসে রসপুলকে পলকে পলকে ঢেউ তুলিল॥ গগন মগন হল গন্ধে, সমীরণ মূর্ছে আনন্দে, গুন্গুন্ গুঞ্জনছন্দে মধুকর ঘিরি ঘিরি বন্দে-- নিখিলভুবনমন ভুলিল। মন ভুলিল রে মন ভুলিল॥<
আজি কমলমুকুলদল খুলিল
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: প্রকৃতি (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 203