পুব-সাগরের পার হতে কোন্ এল পরবাসী-- শূন্যে বাজায় ঘন ঘন হাওয়ায় হাওয়ায় সন সন সাপ খেলাবার বাঁশি॥ সহসা তাই কোথা হতে কুলু কুলু কলস্রোতে দিকে দিকে জলের ধারা ছুটেছে উল্লাসী॥ আজ দিগন্তে ঘন ঘন গভীর গুরু গুরু ডমরুর হয়েছে ওই শুরু। তাই শুনে আজ গগনতলে পলে পলে দলে দলে অগ্নিবরন নাগ নাগিনী ছুটেছে উদাসী॥<
পুব-সাগরের পার হতে কোন্ এল পরবাসী
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: প্রকৃতি (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 194