নমো, নমো, নমো করুণাঘন, নমো হে।
              নয়ন স্নিগ্ধ অমৃতাঞ্জনপরশে,
              জীবন পূর্ণ সুধারসবরষে,
তব দর্শনধনসার্থক মন হে,   অকৃপণবর্ষণ করুণাঘন হে॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর