এসো নীপবনে ছায়াবীথিতলে, এসো করো স্নান নবধারাজলে॥ দাও আকুলিয়া ঘন কালো কেশ, পরো দেহ ঘেরি মেঘনীল বেশ-- কাজলনয়নে, যূথীমালা গলে, এসো নীপবনে ছায়াবীথিতলে॥ আজি ক্ষণে ক্ষণে হাসিখানি, সখী, অধরে নয়নে উঠুক চমকি। মল্লারগানে তব মধুস্বরে দিক্ বাণী আনি বনমর্মরে। ঘনবরিষনে জলকলকলে এসো নীপবনে ছায়াবীথিতলে॥<
এসো নীপবনে ছায়াবীথিতলে
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: প্রকৃতি (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 195