মান অভিমান ভাসিয়ে দিয়ে এগিয়ে নিয়ে আয়-- তারে এগিয়ে নিয়ে আয়॥ চোখের জলে মিশিয়ে হাসি ঢেলে দে তার পায়-- ওরে, ঢেলে দে তার পায়। । আসছে পথে ছায়া পড়ে, আকাশ এল আঁধার করে, শুষ্ক কুসুম পড়ছে ঝরে, সময় বহে যায়-- ওরে সময় বহে যায়॥<
মান অভিমান ভাসিয়ে দিয়ে এগিয়ে নিয়ে আয়
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: প্রেম (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 219