বাজে করুণ সুরে     হায় দূরে
     তব চরণতলচুম্বিত পন্থবীণা।
          এ মম পান্থচিত চঞ্চল
              জানি না কী উদ্দেশে॥
          যূথীগন্ধ অশান্ত সমীরে
              ধায় উতলা উচ্ছ্বাসে,
          তেমনি চিত্ত উদাসী রে
              নিদারুণ বিচ্ছেদের নিশীথে।
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর