বল্, গোলাপ, মোরে বল্, তুই ফুটিবি, সখী, কবে। ফুল ফুটেছে চারি পাশ, চাঁদ হাসিছে সুধাহাস, বায়ু ফেলিছে মৃদু শ্বাস, পাখি গাইছে মধুরবে-- তুই ফুটিবি, সখী কবে॥ প্রাতে পড়েছে, শিশিরকণা, সাঁঝে বহিছে দখিনা বায়, কাছে ফুলবালা সারি সারি-- দূরে পাতার আড়ালে সাঁঝের তারা মুখানি দেখিতে চায়। বায়ু দূর হতে আসিয়াছে, যত ভ্রমর ফিরিছে কাছে, কচি কিশলয়গুলি রয়েছে নয়ন তুলি-- তারা শুধাইছে মিলি সবে, তুই ফুটিবি, সখী, কবে॥<
বল্ গোলাপ মোরে বল্
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: প্রেম (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 142