বঁধু, তোমায় করব রাজা তরুতলে,
বনফুলের বিনোদমালা দেব গলে॥
     সিংহাসনে বসাইতে      হৃদয়খানি দেব পেতে,
          অভিষেক করব তোমায় আঁখিজলে॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর