পথহারা তুমি পথিক যেন গো সুখের কাননে ওগো যাও, কোথা যাও। সুখে ঢলঢল বিবশ বিভল পাগল নয়নে তুমি চাও, কারে চাও। কোথা গেছে তব উদাস হৃদয়, কোথা পড়ে আছে ধরণী। মায়ার তরণী বাহিয়া যেন গো মায়াপুরী-পানে ধাও-- কোন্ মায়াপুরী পানে ধাও॥<
পথহারা তুমি পথিক যেন গো
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: প্রেম (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 234