তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে, তখন ছিলেম বহু দূরে কিসের অন্বেষণে॥ কূলে যখন এলেম ফিরে তখন অস্তশিখরশিরে চাইল রবি শেষ চাওয়া তার কনকচাঁপার বনে। আমার ছুটি ফুরিয়ে গেছে কখন অন্যমনে॥ লিখন তোমার বিনিসুতোর শিউলিফুলের মালা, বাণী সে তার সোনায়-ছোঁওয়া অরুণ-আলোয়-ঢালা-- এল আমার ক্লান্ত হাতে ফুল-ঝরানো শীতের রাতে কুহেলিকায় মন্থর কোন্ মৌন সমীরণে। তখন ছুটি ফুরিয়ে গেছে কখন অন্যমনে॥<
তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: প্রেম (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 147