তুমি যেয়ো না এখনি। এখনো আছে রজনী পথ বিজন তিমিরসঘন, কানন কণ্টকতরুগহন-- আঁধারা ধরণী। বড়ো সাধে জ্বালিনু দীপ, গাঁথিনু মালা-- চিরদিনে, বঁধু, পাইনু হে তব দরশন। আজি যাব অকূলের পারে, ভাসাব প্রেমপারাবারে জীবনতরণী।<
তুমি যেয়ো না এখনি
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: প্রেম (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 141