হা সখী, ও আদরে আরো বাড়ে মনোব্যথা। ভালো যদি নাহি বাসে কেন তবে কহে প্রণয়ের কথা॥ মিছে প্রণয়ের হাসি বোলো তারে ভালো নাহি বাসি। চাই নে মিছে আদর তাহার, ভালোবাসা চাই নে। বোলো বোলো, সজনী লো, তারে-- আর যেন সে লো আসে নাকো হেথা॥<
হা সখী ও আদরে আরো বাড়ে মনোব্যথা
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: প্রেম (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 181