প্রেম এসেছিল নিঃশব্দচরণে। তাই স্বপ্ন মনে হল তারে-- দিই নি তাহারে আসন। বিদায় নিল যবে, শব্দ পেয়ে গেনু ধেয়ে। সে তখন স্বপ্ন কায়াবিহীন নিশীথতিমিরে বিলীন-- দূরপথে দীপশিখা রক্তিম মরীচিকা॥<
প্রেম এসেছিল নিঃশব্দচরণে
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: প্রেম (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 261