প্রেম এসেছিল নিঃশব্দচরণে।
তাই    স্বপ্ন মনে হল তারে--
        দিই নি তাহারে আসন।
বিদায় নিল যবে, শব্দ পেয়ে      গেনু ধেয়ে।
        সে তখন স্বপ্ন কায়াবিহীন
            নিশীথতিমিরে বিলীন--
দূরপথে দীপশিখা        রক্তিম মরীচিকা॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর