পাখি, তোর সুর ভুলিস নে-- আমার প্রভাত হবে বৃথাজানিস কি তা। অরুণ-আলোর করুণ পরশ গাছে গাছে লাগে, কাঁপনে তার তোরই যে সুর জাগে-- তুই ভোরের আলোর মিতা জানিস কি তা। আমার জাগরণের মাঝে রাগিণী তোর মধুর বাজে জানিস কি তা। আমার রাতের স্বপনতলে প্রভাতী তোর কী যে বলে নবীন প্রাণের গীতা জানিস কি তা॥<
পাখি তোর সুর ভুলিস নে
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: প্রেম (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 240