সখী, সে গেল কোথায়, তারে ডেকে নিয়ে আয়। দাঁড়াব ঘিরে তারে তরুতলায়॥ আজি এ মধুর সাঁঝে কাননে ফুলের মাঝে হেসে হেসে বেড়াবে সে, দেখিব তায়॥ আকাশের তারা ফুটেছে, দখিনে বাতাস ছুটেছে, পাখিটি ঘুমঘোরে গেয়ে উঠেছে। আয় লো আনন্দময়ী, মধুর বসন্ত লয়ে, লাবণ্য ফুটাবি লো তরুতলায়॥<
সখী সে গেল কোথায়
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: প্রেম (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 195