সখী, আঁধারে একেলা ঘরে মন মানে না। কিসেরই পিয়াসে কোথা যে যাবে সে, পথ জানে না ॥ ঝরোঝরো নীরে, নিবিড় তিমিরে, সজল সমীরে গো যেন কার বাণী কভু কানে আনে-- কভু আনে না ॥<
সখী আঁধারে একেলা ঘরে মন মানে না
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: প্রেম (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 256