হা-আ-আ-আই।
নাই কাজ নাই।
দিন যায়, দিন যায়।
আয় আয়, আয় আয়।
হাতে কাজ নাই।।

রাগ: পূরবী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): 1340
রচনাকাল (খৃষ্টাব্দ): 1933
স্বরলিপিকার: শান্তিদেব ঘোষ

এই গানটি “তাসের দেশ” গ্রন্থে আছে

<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর