ভুলে ভুলে আজ ভুলময় ।
                ভুলের লতায় বাতাসের ভুলে
                     ফুলে ফুলে হোক ফুলময় ।
                আনন্দ-ঢেউ ভুলের সাগরে
                     উছলিয়া হোক কূলময় ।।

রাগ: অজ্ঞাত
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1307
রচনাকাল (খৃষ্টাব্দ): 1901

এই গানটি “চিরকুমার-সভা” গ্রন্থে আছে

<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর