পথে যেতে তোমার সাথে মিলন হল দিনের শেষে ।
দেখতে গিয়ে, সাঁঝের আলো মিলিয়ে গেল এক নিমেষে ।
দেখা তোমায় হোক বা না-হোক
তাহার লাগি করব না শোক–
ক্ষণেক তুমি দাঁড়াও, তোমার চরণ ঢাকি এলো কেশে ।।

রাগ: অজ্ঞাত
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): পৌষ, ১৩২১
রচনাকাল (খৃষ্টাব্দ): জানুয়ারি, ১৯১৫

এই গানটি “চতুরঙ্গ” গ্রন্থে আছে

<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর