চির-পুরানো চাঁদ,
                চিরদিবস এমনি থেকো   আমার এই সাধ।।    
            পুরানো হাসি পুরানো সুধা   মিটায় মম পুরানো ক্ষুধা—
                নূতন কোনো চকোর যেন পায় না পরসাদ।।

রাগ: কাফি
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1307
রচনাকাল (খৃষ্টাব্দ): 1900

এই গানটি “চিরকুমার-সভা” গ্রন্থে আছে

<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর