কী জানি কী ভেবেছ মনে
                      খুলে বলো ললনে ।
                   কী কথা হায় ভেসে যায়
              ওই     ছলোছলো দুটি নয়নে।

————-
রাগ: খাম্বাজ
তাল: মুক্তছন্দ
রচনাকাল (বঙ্গাব্দ): 1307
রচনাকাল (খৃষ্টাব্দ): 1900
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

এই গানটি “চিরকুমার-সভা” গ্রন্থে আছে

<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর