সঙ্কোচের বিহ্বলতা নিজেরে অপমান,
                সঙ্কটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ।
মুক্ত করো ভয়,    আপনা-মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়।
                দুর্বলেরে রক্ষা করো, দুর্জনেরে হানো,
                নিজেরে দীন নিঃসহায় যেন কভু না জানো।
মুক্ত করো ভয়,    নিজের ‘পরে করিতে ভর না রেখো সংশয়।
                ধর্ম যবে শঙ্খরবে করিবে আহ্বান
                নীরব হয়ে নম্র হয়ে পণ করিয়ো প্রাণ।
মুক্ত করো ভয়,    দুরূহ কাজে নিজেরই দিয়ো কঠিন পরিচয়॥

<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর