আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে-- তাই আকাশকুসুম করিনু চয়ন হতাশে॥ ছায়ার মতন মিলায় ধরণী, কূল নাহি পায় আশায় তরণী, মানসপ্রতিমা ভাসিয়া বেড়ায় আকাশে॥ কিছু বাঁধা পড়িল না কেবলই বাসনা-বাঁধনে। কেহ নাহি দিল ধরা শুধু এ সুদূর-সাধনে। আপনার মনে বসিয়া একেলা অনলশিখায় কী করিনু খেলা, দিনশেষে দেখি ছাই হল সব হুতাশে॥<
আমি কেবলই স্বপন করেছি বপন বাতাসে
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- গীতবিতান
- Category: বিচিত্র (গীতবিতান)
- Read Time: 1 min
- Hits: 215