তোমার হল শুরু,   আমার হল সারা--
তোমায় আমায় মিলে   এমনি বহে ধারা ॥
     তোমার জ্বলে বাতি   তোমার ঘরে সাথি--
     আমার তরে রাতি,   আমার তরে তারা ॥
তোমার আছে ডাঙা,   আমার আছে জল--
তোমার বসে থাকা,   আমার চলাচল।
     তোমার হাতে রয়,   আমার হাতে ক্ষয়--
     তোমার মনে ভয়,   আমার ভয় হারা ॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর