কাঁটাবনবিহারিণী সুর-কানা দেবী
     তাঁরি পদ সেবি, করি তাঁহারই ভজনা
          বদ্‌কণ্ঠলোকবাসী আমরা কজনা ॥
আমাদের বৈঠক বৈরাগীপুরে     রাগ-রাগিণীর বহু দূরে,
     গত জনমের সাধনেই   বিদ্যা এনেছি সাথে এই গো
          নিঃসুর-রসাতল-তলায় মজনা ॥
     সতেরো পুরুষ গেছে, ভাঙা তম্বুরা
              রয়েছে মর্চে ধরি বেসুর-বিধুরা।
বেতার সেতার দুটো,   তবলাটা ফাটা-ফুটো,
     সুরদলনীর করি এ নিয়ে যজনা--
          আমরা কল্পনা ॥
<

Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর