মর্মমূল ছুঁয়ে যায় পুরনো সেই গান,
হঠাৎ যেন ঝলসে ওঠে গোপন অভিমান;
পথের ধারে কখন ফোটে অচেনা সেই ফুল
হয়তো তাকে চিনতে আজো তেমনি করি ভুল;
মর্মমূল ছুঁয়ে যায় হারানো সেই মুখ,
স্মৃতি আর স্বপ্নে তাই কাঁপছে আমার বুক।
মর্মমূল ছুঁয়ে যায়
- Details
- Super User
- কবিতার বিষয়
- Category: মহাদেব সাহার কবিতা
- Read Time: 1 min
- Hits: 190