কাঁধে মই, বলে “কই ভূঁইচাপা গাছ’,
দইভাঁড়ে ছিপ ছাড়ে, খোঁজে কইমাছ,
ঘুঁটেছাই মেখে লাউ রাঁধে ঝাউপাতা–
কী খেতাব দেব তায় ঘুরে যায় মাথা।
কাঁধে মই বলে কই ভূঁইচাপা গাছ
- Details
- Rabindranath Tagore ।। রবীন্দ্রনাথ ঠাকুর
- Category: বিবিধ
- Read Time: 1 min
- Hits: 58