ব্রাত্য
আ ষোড়শাদ্ব্ৰাহ্মণস্য সাবিত্রী নাতিবর্ততে।
আ দ্বাবিংশাৎ ক্ষত্রবন্ধোরা চতুবিংশতের্ব্বশঃ।। ৩৮।।
তাত উৰ্দ্ধং ক্রয়োহপ্যেতে যথাকালমসংস্কৃতাঃ।
সাবিত্ৰীপতিতা ব্রাত্যা ভবন্ত্যাৰ্য্যবিগর্হিতাঃ।। ৩৯।।
নৈতৈরপূতৈর্ব্বিধিবদাপদ্যপি হি কর্হিচিৎ।
ব্রাহ্মান্ যৌনাংশ্চ সম্বন্ধান্নাচরেদ্ব্রাহ্মণঃ সহ।। ৪০।।
ব্রাহ্মণের গর্ভাবধি ষোড়শবর্ষ পৰ্য্যন্ত অর্থাৎ ভূমিষ্ঠাবধি ১৪ বৎসর ৩ মাসের পর ১৫ বৎসর ৩ মাস পর্যন্ত, ক্ষত্রিয়ের দ্বাবিংশতিবর্ষ পর্যন্ত অর্থাৎ ভূমিষ্ঠের পর ২১ বৎসর ৩ মাস পর্যন্ত, বৈশ্যের চতুৰ্ব্বিংশতি বৎসর পর্য্যন্ত অর্থাৎ ভূমিষ্ঠের পর ২৩ বৎসর ৩ মাস পর্য্যস্ত উপনয়নকাল অতিক্রান্ত হয় না। ৩৮
এই তিন বর্ণ যদি এতাবৎকাল পর্য্যন্তও সংস্কৃত না হয়, তাহ হইলে ইহার গায়ত্রীভ্রষ্ট হইয়৷ মাননীয় মহাত্মাদিগের নিন্দনীয় হয় এবং তাহাদিগকে ব্রাত্য বলা যায়। ৩৯
ব্রাত্যের যথাশাস্ত্র প্রায়শ্চিত্ত না করিলে ব্রাহ্মণের বিপৎকালেও এই অপবিত্রদিগকে বেদ অধ্যয়ন করাইবেন না এবং তাহাদিগের সহিত কোনক্রমেই কন্যাদানাদি কোন সম্বন্ধনিবন্ধ করিবেন না। ৪০
<