উপনয়ন

গর্ভাষ্টমেহব্দে কুর্ব্বীত ব্রাহ্মণস্যোপনায়নম্।
গর্ভাদেকাদশে রাজ্ঞো গর্ভাত্ত দ্বাদশে বিশঃ।। ৩৬।।
ব্ৰহ্মবর্চ্চসকামস্ত কাৰ্য্যং বিপ্রস্য পঞ্চমে।
রাজ্ঞো বলার্থিনঃ ষষ্ঠে বৈশ্যস্যেহার্থিনোহষ্টমে।। ৩৭।

গর্ভ হওয়াবধি অষ্টম বৎসরে অর্থাৎ ভূমিষ্ঠ হওয়াবধি ৬ বৎসর ৩ মাসের পর ৭ বৎসর ৩ মাস পর্য্যন্ত ব্রাহ্মণের উপনয়ন দেওয়া উচিত। গর্ভের সময় লইয়া একাদশ বৎসরে অর্থাৎ ভূমিঃ হওয়াবধি ৯ বৎসর ৩ মাসের পর ১০ বৎসর ৩ মাস পর্যন্ত ক্ষত্রিয়ের উপনয়ন ও দ্বাদশ বৎসরে অর্থাৎ ১০ বৎসর ৩ মাসের পর ১১ বৎসর ৩ মাস পর্যন্ত বৈশ্যের উপনয়ন দেওয়া বিধেয়। ৩৬

যে ব্রাহ্মণ ব্ৰহ্মবৰ্চ্চল অর্থাৎ বেদাধ্যয়ন ও তদৰ্থগ্রহণ-প্রকর্ষ কামনা করেন, তাঁহার গর্ভসহ পঞ্চম বৎসরে অর্থাৎ ভূমিষ্ঠ হওয়া অবধি ৩ বৎসর ৩ মাসের পর ৪ বৎসর ৩ মাস পর্যন্ত উপনয়ন দেওয়া উচিত। বিপুল হস্ত্যশ্বাদিবলপ্রার্থী ক্ষত্রিয়ের গর্ভসহ ষষ্ঠ বৎসরে অর্থাৎ ভূমিষ্ঠের পর ৪ বৎসর ৩ মাস হইতে ৫ বৎসর ৩ মাস পর্যন্ত ও বাণিজ্যাৰ্থ বৈশ্যের অষ্টম বৎসরে অর্থাৎ ভূমিষ্ঠ হওয়ার পর ৬ বৎসর ৩ মাস হইতে ৭ বৎসর ৩ মাস পর্যন্ত উপনয়ন দেওয়া বিধেয়। ৩৭

<

Super User