নিষ্ক্রমণ

চতুর্থে মাসি কৰ্ত্তব্যং শিশোর্নিষ্ক্রমণং গৃহাৎ।
ষষ্ঠেহন্নপ্রাশনং মাসি যদ্বেষ্টং মঙ্গলং কুলে।। ৩৪

জাতশিশুর চতুর্থ মাসে সুৰ্য্যদর্শন করাইবার জন্য সূতিকাগৃহ হইতে নিষ্ক্রমণ নামে সংস্কার করিতে হয়, পরে ষষ্ঠমাসে অন্নপ্রাশন নামক সংস্কার করিতে হয়, অথবা আপনাদিগের কুলে যে সময়ে নিষ্ক্রমণাদি সংস্কার হইয়া থাকে, তাহা করিবে। ৩৪

<

Super User