দ্বিজাতির সংস্কার

বৈদিকৈঃ কৰ্ম্মভিঃ পুণ্যৈনিষেকদিদ্বিজন্মনাম্।
কার্য্যঃ শরীরসংস্কারঃ পাবনঃ প্রেত্য চেহ চ।। ২৬।।

ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, ইহাদিগের বেদোক্ত পবিত্র মন্ত্ৰোচ্চারণরূপ কৰ্ম্ম দ্বারা গর্ভাধানাদি শারীরিক সংস্কার করিবে, যাহাতে তাঁহারা ইহলোকে বেদাধ্যয়নাদি দ্বারা ও পরলোকে লভ্য যাগাদি ফল দ্বারা পবিত্র হইবে।। ২৬

<

Super User