“চাঁদ কী রকম?” শুধালে কেউ, বোলো,
“এমনইটি ঠিক”, দাঁড়িয়ে ছাদের ‘পরে।
দেখিও মুখের দীপ্র সমারোহ,
“সূর্য কেমন?” –প্রশ্ন যদি করে।
জানতে যে চায় কিসের গুণে যীশু
প্রাণ পুনরায় জাগিয়েছিল শবে,
তার কপাল ও আমার অধর ছুঁয়ো
চুম্বনে-সব সহজ সরল হবে ।।

– জালালুদ্দীন রুমি (ইংরেজি অনুবাদ- সি ফীল্‌ড্‌)

Super User