অন্ধ চলেছেন। খঞ্জ, চলেছেন। লাঠি
পুরনো বন্ধুর মতো চলেছে তাঁদের সঙ্গে।
                   হাত কাটা। ন্যাড়া মাথা। ঘেয়ো।
                                      অষ্টাবক্র। ব্যান্ডেজ জড়ানো
                                      চাকাঅলা কাঠের বাক্সের মধ্যে বসা--
                   সকলকে নিয়ে এই ধীরগতি মিছিলও চলেছে
                   অতিকায় মেঘের চাঙড় ফেটে ফেটে 
                   গনগনে অস্তরশ্মি বেরোচ্ছে তখন 
                                      ঢাল বেয়ে ঢাল বেয়ে সকলেই ওই
                                      চুল্লির ভিতরে নেমে যেতে
                   ব্যান্ডেজ, কাপড়, কাঠ, চাকা, ক্ষয়গ্রস্ত হাড়, আর
                                      খণ্ড খণ্ড না-মেটা বাসনা
কতরকমের সব রঙিন পালক হয়ে ছিটকে ছিটকে উঠেছে আকাশে

আমলকীতলার মাঠে, এখনো একেকদিন, সেইসব রঙ ভেসে আসে
<

Super User