ব্রহ্মণাদিবর্ণের পাঁচটি ধর্ম্ম 

এষ ধৰ্ম্মস্য বো যোনিঃ সমাসেন প্রকীৰ্ত্তিতা।
সম্ভবশ্চাস্য সৰ্ব্বস্য বর্ণধৰ্ম্মান্‌ নিবোধত।। ২৫।।

হে মহর্ষিগণ! আমি আপনাদিগের নিকট অতি সংক্ষেপে ধৰ্ম্মের কারণ, জগতের উৎপত্তি ও বসতিযোগ্য স্থানের মাহাত্ম্য বর্ণন করিলাম, এক্ষণে ব্রাহ্মণাদি বর্ণের ধৰ্ম্ম সকল কহিতেছি। উক্ত ধৰ্ম্ম পাচপ্রকার;–-বর্ণধৰ্ম্ম, আশ্ৰমধৰ্ম্ম, বর্ণাশ্ৰমধৰ্ম্ম, গুণধৰ্ম্ম ও নৈমিত্তিকধৰ্ম্ম। উপনয়নকে বর্ণধৰ্ম্ম বলে, উপনীত বর্ণের ভিক্ষাদগুদিধারণকে আশ্ৰমধৰ্ম্ম বলে, তাহাদিগের মুঞ্জময়ী মেখলাদি ধারণকে বর্ণাশ্ৰমধৰ্ম্ম বলা যায়, অভিষিক্ত রাজার প্রজাপলিনাদিকে গুণধৰ্ম্ম কহে ও পাপক্ষয়সাধন প্রায়শ্চিত্তকে নৈমিত্তিক ধৰ্ম্ম বলা যায়। ২৫

<

Super User