মানবশাস্ত্রে দ্বিজাতির অধিকার
নিষেকাদিশ্মশানান্তো মন্ত্রৈর্যস্যোদিতো বিধিঃ ।
তস্য শাস্ত্রেহধিকারোহস্মিন্ জ্ঞেয়ো নান্যস্য কস্যচিৎ ॥ ১৬ ॥
যাঁহাদিগের গর্ভাধান অবধি অন্ত্যেষ্টিক্রিয়া পৰ্য্যন্ত ক্রিয়াকলাপ মন্ত্রের দ্বারা কথিত আছে, তাঁহাদিগের এই মানব-শাস্ত্রের অধ্যয়ন ও শ্রবণে অধিকার, অর্থাৎ দ্বিজাতির অধিকার, শূদ্রাদির অধিকার নাই। কিন্তু এই শাস্ত্রোক্ত কর্মের অনুষ্ঠানে তাহাদিগের বাধা নাই। ১৬
<