বেদোক্ত ধর্মই মনুকথিত ধর্ম
যঃ কশ্চিৎ কস্যচিদ্ধৰ্ম্মে মনুনা পরিকীৰ্ত্তিতঃ।
স সৰ্ব্বোহভিহিতো বেদে সৰ্ব্বজ্ঞানময়ো হি স: ॥ ৭ ॥
ভগবান মনু যে কোনও ব্যক্তির যে কোনও (যেমন, বর্ণধর্ম, আশ্রমধর্ম, সংস্কারধর্ম প্রভৃতি এবং ব্রাহ্মণাদি বিশেষ বিশেষ বর্ণের জন্য বিহিত বিশেষ বিশেষ ধর্ম) উপদেশ দিয়েছেন, সে সবগুলিই বেদে প্রতিপাদিত হয়েছে। কারণ, সেই বেদ হলো সকল প্রকার জ্ঞানের আকর (অর্থাৎ জ্ঞাপক কারণ)। (২/৭)।
ভগবান মনু যে কোন ব্যক্তির যে ধৰ্ম্ম কহিয়াছেন, অবিকল সেইরূপই বেদে প্রতিপাদিত আছে, যেহেতু, মনু সকল বেদই সম্যকরূপে অবগত আছেন । ৭
<